বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

চট্টগ্রাম জেলা পরিচিতি

প্রাচ্যের রানী চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা ও প্রধান সমুদ্র বন্দর। ভৌগলিক বৈশিষ্ট্য এ জেলাকে দেশের এক অনবদ্য স্থানে পরিণত করেছে। পাহাড়, সমুদ্র, উপত্যকা, অরণ্য প্রভৃতি নৈসর্গিক বৈশিষ্ট্য নিয়ে এ জেলা পরিণত হয়েছে প্রকৃতির অপরূপ লীলা নিকেতনে। স্মরণাতীত কাল থেকে এর অসম ভৌগলিক অবস্থান ও পরিবেশ বর্হিবিশ্বের মানুষকে এখানে বসতি স্থাপনে আকৃষ্ট করেছে। এ জেলার ৫২৮৩ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে নদী এলাকা ৫৬১.৯৮ বর্গকি:মি এবং বনাঞ্চল ১২৪৩.১৪ বর্গকিলোমিটার।

চট্টগ্রাম জেলার মধ্যে ১৫ টি উপজেলা আছে এবং ১৮ টি থানা ( চট্টগ্রাম মিউনিসিপ্যাল এলাকায় অধীনে আধুনিক ) উপজেলা হয় :

  • আনোয়ারা উপজেলা
  • বাঁশখালী উপজেলা
  • বোয়ালখালী উপজেলা
  • চন্দনাইশ উপজেলা
  • ফটিকছড়ি উপজেলা
  • হাটহাজারী উপজেলা
  • লোহাগড়া উপজেলা
  • মীরসরাই উপজেলা
  • পটিয়া উপজেলা
  • রাঙ্গুনিয়া উপজেলা
  • রাউজান উপজেলা
  • সন্দ্বীপ উপজেলা
  • সাতকানিয়া উপজেলার
  • সীতাকুন্ড উপজেলা
  • কর্ণফুলী উপজেলা

চট্টগ্রাম জেলায় ১৩১৪৮ টি মসজিদ , ১০২৫ টি মন্দির , ৫৩৫ টি বৌদ্ধ মন্দির ও ১৯২ টি গীর্জা আছে ।

Leave us a Comment

Translate »